নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে জেলা কৃষক দলের বীজ ও মাস্ক বিতরণ – দৈনিক ময়মনসিংহ প্রতিদিন

নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে জেলা কৃষক দলের বীজ ও মাস্ক বিতরণ – দৈনিক ময়মনসিংহ প্রতিদিন

আব্দুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনা জেলা কৃষক দলের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার বেলা ৩টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে কয়েক দফায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন শাক সবজির বীজ ও করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে।

জেলা কৃষকদলের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সালাহ্উদ্দিন খান মিল্কীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট এম এ রফিক বাবুলের পরিচালনায় বীজ ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা তাতী দলের সভাপতি আজিজুল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা কৃষক দলের নেতা সোহরাব হোসেন মাস্টার, লুৎফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মীত কালীন শাক সবজির বীজ ও করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়।

Explore More Districts