এর আগে হাওরাঞ্চলে আগাম ব্রি-২৮ ধান কাটার মধ্য দিয়ে শুরু হয় এ মৌসুমের বোরো ফসল কাটা।প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, শিলাবৃষ্টি কিংবা আগাম বন্যার কবল থেকে ফসল রক্ষায় কষ্টের ফসল মাঠ ভরা পাকা ধান ঘরে তোলার স্বপ্নে বিভোর কৃষক। এরই মধ্যে জেলার হাওরে ৯ হাজার ৮০০ হেক্টর জমির ধান কাটা হয়েছে বলে জানায় কৃষি অফিস।
কৃষি বিভাগ জানায়, নেত্রকোনা জেলার পাঁচটি হাওর উপজেলাসহ ১০টি উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ১ লাখ ৮৪ হাজার ৪৭০ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৩৫ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালোভাবে ধান ঘরে তুলতে পারবেন কৃষক।
হাওর উপজেলা খালিয়াজুরী, মদন, মোহনগঞ্জ, কলমাকান্দা, আটপাড়াসহ বিভিন্ন উপজেলায় খবর নিয়ে জানা গেছে বিভিন্ন হাওরের নিচু এলাকায় ধান কাটা পুরোপুরি শুরু হয়েছে। স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে আগত কৃষি শ্রমিক ও হারভেস্টার দিয়ে ধান কাটছেন কৃষক।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘এ বছর বোরোর ফলন ভালো হয়েছে। নিচু জমিতে পুরোদমে ধান কাটা শুরু হয়েছে।