নেতৃত্বে বাহিনী প্রধানঃ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বঙ্গবন্ধুর সমাধিতে সাইক্লিং শোভাযাত্রা দলের শ্রদ্ধা

নেতৃত্বে বাহিনী প্রধানঃ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বঙ্গবন্ধুর সমাধিতে সাইক্লিং শোভাযাত্রা দলের শ্রদ্ধা

নেতৃত্বে বাহিনী প্রধানঃ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বঙ্গবন্ধুর সমাধিতে সাইক্লিং শোভাযাত্রা দলের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাইক্লিং শোভাযাত্রার সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ সোমবার বিকেল ৪ টায় বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীমের নেতৃত্বে সাইক্লিং শোভাযাত্রায় অংশগ্রহনকারীরা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। পরে তারা পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর জন্য দোয়া মোনাজাত করেনে।


এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বাহিনীর উপ-মহাপরিচালক (অপারেশন) মোঃ সামছুল আলম, ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক ফাতেমা সুলতানা, মানিকগঞ্জের ৩৮ ব্যাটেলিয়ান সিও শাহ মোহাম্মদ ফজলে রাব্বী, ফরিদপুর জেলা কমান্ড্যান্ট ফরিদপুর নাদিরা ইয়াসমিন, গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ , টুঙ্গিপাড়া ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গোলাম হারুন সহ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে টুঙ্গিপাড়া থেকে ২৬ জনের একটি সাইক্লিং টিম শোভাযাত্রায় অংশ নেন।


এই টিমটি আগামীকাল মঙ্গলবার সকালে গোপালগঞ্জ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবে । গত ১ ডিসেম্বর মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষ্যে দেশবাসীকে মুক্তিযুদ্ধের চেতায় ও বঙ্গবন্ধুর সোনারবাংলা বিনির্মাণে পঞ্চগড় থেকে শেভোযাত্রাটি শুরু হয়। ১৮টি জেলা অতিক্রম করে কক্সবাজার গিয়ে ১২ ডিসেম্বর সাইক্লিং শোভাযাত্রাটি শেষ হবে।
সেমাবার সন্ধ্যায় মুজিববর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে শহরের শেখ মণি স্মৃতি অডিটোরিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।
বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা সহ আরো অনেকে।


প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বলেন, মুজিববর্ষ ও বাঙ্গালী জাতির শ্রেষ্ঠতম অর্জন মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে দেশের আপামর জনগণকে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়ন ও অগ্রগতিতে উদ্বুদ্ধ করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। ২৬ মার্চের দিনটিকে স্বরণে রেখে ১ ডিসেম্বর ২৬ জন পুরুষ ও মহিলা সাইক্লিস্ট পঞ্চগড় থেকে সাইক্লিং শোভাযাত্রা শুরু করে। কক্সবাজারে শোভাযাত্রাটি শেষ হবে। সাইক্লিস্টরা দীর্ঘপথে লাল সবুজের পতাকা উড়িয়ে চলছেন।
আলোচনাসভা শেষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষার অর্কেষ্ট্রা দল ও গোপালগঞ্জে শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। #

এ জাতীয় আরো খবর..

Explore More Districts