নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ফরিদপুর প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, ফরিদপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, চতুর্থবারের মতো আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।
সোমবার বেলা তিনটায় ফরিদপুরের ঐতিহাসিক অম্বিকা ময়দানে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিখি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।
তিনি বলেন, সকল নেতাকর্মীকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের উন্নয়ন পেতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নতুন মেয়াদে প্রধানমন্ত্রী করার বিকল্প নেই। তিনি বলেন, এই শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। পদ্মাসেতুর মতো বড় বড় প্রকল্প বাস্তবায়ন হয়েছে।
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য মো. আব্দুর রহমান ও কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
বিশেষ অতিথির বক্তব্যে তারা বলেন, বিএনপি জামাতের নৈরাজ্যে প্রতিবাদে রুখে দাড়াতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হবে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে ব্যানার পোস্টারে ছেয়ে গেছে। নিজেদের অবস্থান তৈরিতে ব্যস্ত অনেকেই, কিন্তু মুল গাছ না থাকলে ফল খেতে পারবেন না। তাই আগে দল বাঁচান পরে নিজের চিন্তা কইরেন। তারা বলেন, শেখ হাসিনাই বলে দিয়েছেন দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবেন তিনি।
শুরুতে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক এ. কে. বমে. আফজালুর রহমান বাবু।
অনুষ্টানে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য একে আজাদ, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু, জেলা আওয়ামীলীগের সব সভাপতি মো. ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণ হাসান, অমিতাব বোস, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

Explore More Districts