নেতাকর্মীদের বাড়িতে পুলিশী তল্লাশীর নামে হয়রানির নিন্দা জামায়াতের

নেতাকর্মীদের বাড়িতে পুলিশী তল্লাশীর নামে হয়রানির নিন্দা জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, লবণচরা থানা আমীর মাস্টার হানিফ বালী, দৌলতপুর থানা নায়েবে আমীর আজিজুর রহমান স্বপনসহ নেতাকর্মীদের বাড়িতে পুলিশী হানা তল্লাশীর নামে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘সরকার গত ১৫ বছর ধরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর যেভাবে জুলুম, নির্যাতন চালিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে, এটা তারই ধারাবাহিকতা মাত্র। বিবৃতিতে তারা বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশের সংবিধান প্রত্যেক রাজনৈতিক দলকেই তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার অধিকার দিয়েছে। এ অধিকার থেকে বঞ্চিত করার এখতিয়ার কারো নেই। নেতৃবৃন্দ জুলুম-নিপীড়ন বন্ধ করে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের বাড়িতে পুলিশী হানা ও তল্লাশীর নামে হয়রানি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।-খবর ঃ বিজ্ঞপ্তির ॥

Explore More Districts