নুসরাতের সঙ্গে গাইবেন তাই গিটার বাজানোর অভ্যাস করছেন যশ

নুসরাতের সঙ্গে গাইবেন তাই গিটার বাজানোর অভ্যাস করছেন যশ

ছবি: সংগৃহীত।

অংশুমান প্রত্যুষের আগামী ছবি রকস্টারে অভিনয় করছেন যশ দাশগুপ্ত ও নুসরাত ফারিয়া। ছবিতে রকস্টারের ভূমিকায় দেখা যাবে যশকে। ছবি উপলক্ষে এরইমধ্যে গিটার বাজানোর অভ্যাস করছেন যশ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের কাছে এমন তথ্যই জানিয়েছেন সিনেমাটির পরিচালক অংশুমান প্রত্যুষ। ছবিটিতে যশের প্রথম লুকও শিগগিরই আসছে বলেও জানিয়েছেন অংশুমান।

পশ্চিমবঙ্গের সিনেমায় অনেক অভিনেতাই ভালো গিটার বাজান। তবে রকস্টার চরিত্রে যশকে বেছে নেওয়া কেন? এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, এই মুহূর্তে যশের শারীরিক গঠন খুবই ঈর্ষণীয়। সুগঠিত পেশি। কোথাও কোনো বাহুল্য নেই। সাথে তার সারা শরীরে রয়েছে ট্যাটু। যা তাকে সহজেই রকস্টারের ভূমিকায় মানানসই করে তুলবে। এছাড়া যশের অভিজ্ঞতাও আছে।

তবে নুসরাত জাহানের বদলে নুসরাত ফারিয়াকে ছবির জন্য বেছে নেওয়া কেন? এমন প্রশ্নের জবাবে অংশুমানের উত্তর, নতুন জুটি তৈরি করতেই তাদের বেছে নিয়েছি। তাছাড়া নুসরাত আমাকে চিত্রনাট্যকার হিসেবে চেনে। ‘ডন বাদশা’, ‘নটি কে’সহ তার বেশ কয়েকটি ছবির চিত্রনাট্যকার আমি। একে অন্যের মানসিকতা বুঝি। তখন কথা হয়েছিল আমার পরিচালনায় কাজ করবে নুসরাত ফারিয়া।

চরিত্রের খাতিরে নিজের লুকেও নাকি পরিবর্তন এনেছেন যশ। এতে বেশ খুশিও তিনি। ছবিটির শ্যুটিং হবে কলকাতাজুড়ে।

জেডআই/

Explore More Districts