নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
জেলা প্রতিনিধি | নীলফামারী:
নীলফামারীর জলঢাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার খালিশা খুটামারা ট্যাংগনমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুটামারা ট্যাংগনমারী এলাকার আমিনুর রহমানের ছেলে লিটন আহম্মদ (৩৭) ও মৃত মনতাজ আলীর ছেলে আনিছুর রহমান (৫২)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লিটন ও আনিছুর ওই এলাকার শিক্ষক কামরুজ্জামানের পোল্ট্রি ফার্মেকোজ করতেন। জীবজন্তু থেকে পোল্ট্রি ফার্ম রক্ষায় জিআই তারের বেড়া দিয়ে সেখানে বিদ্যুৎসংযোগ দেওয়া হয়েছিল। কাজ করার সময় অসাবধানতাবশত ওই বেড়ায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। এসময় তাদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেসবাউল হক বলেন, মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। বৈদ্যুতিক শকে তাদের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুল আলম বলেন, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা চলমান।