উত্তরের জেলা নীলফামারীতে ধীরে ধীরে বাড়ছে শীতের ঠান্ডা পরশ। এর সঙ্গে ভোরে ঘন কুয়াশায় ঘাসের ডগায় জমা হচ্ছে শিশির বিন্দু। নিম্নমাত্রার তাপমাত্রা রেকর্ড বলে দিচ্ছে ঘনিয়ে আসছে শীত।
রোববার (১৭ নভেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটের দিকে জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলেও বিঘ্ন ঘটেছে।
এ তাপমাত্রা রেকর্ড করেছে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস।
গত কদিন ধরেই ভোরের দিকে হালকা কুয়াশা থাকছে, কিন্তু রোববার আকস্মিকভাবে ঘন কুয়াশায় পুরো জেলা আচ্ছাদিত হয়ে পড়ে। এতে বেড়েছে শীতের পরিমাণ।
এসময় কৃষকদের শীতের কাপড় পড়ে কাজে যেতে দেখা যায়। ঘন কুয়াশার কারণে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, গত কয়েকদিনের থেকে আজ শীত ও কুয়াশার পরিমাণ বেড়েছে। কুয়াশায় চারদিক ঢাকা পড়েছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে শুরু করবে। আগামী মাসে পুরোদমে শীতের আমেজ শুরু হবে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে দেশজুড়ে শীতের আমেজ আরও বাড়বে। তবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শীত আরও ঝেঁকে বসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।