নীলফামারিতে বিদ্যালয় ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন
নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়ন অবস্থিত ‘‘ ককই বড়গাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে’’ এর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত প্রায় ১ কোটি টাকা ব্যয়ে ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন এর উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নুর।
ভিত্তিপ্রস্তর পুর্ব আলোচনা সভায় সভাপতি বিধু ভূষন রায় এর সভাপতিত্বে, প্রধান শিক্ষক তফন চন্দ্র রায় সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার, উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক, উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অরবিন্দু রায়, জেলা এলজি ইডি কর্মকর্তা সুজন কুমার কর, সদর উপজেলা প্রকৌশলী বিরল চন্দ্র রায়, ঠিকাদার মো মোকছুদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, লক্ষীচাপ ইউনিয়নের চেয়ারম্যান মো আমিনুর রহমান, স্কুলের সাবেক সভাপতি সুবাশ রায়সহ প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার মান সম্মত শিক্ষা প্রদানের লক্ষে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মানের পরিকল্পনা হাতে নিয়েছেন। একটি জাতীকে সামনে এগিয়ে নিতে মান সম্মত শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নাই। দেশকে এগিয়ে নিতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মান সম্মত শিক্ষা প্রদানে আহবান জানানো হয়। পরবর্তিতে স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নুর এর কাছে স্কুলের নানাবিধ সমস্যা সমাধানের বিষয় গুলো তুলে ধরা হয়।