নিয়ামতপুরে মসজিদের নামে ব্যক্তিগত সম্পত্তিদখলের অভিযোগ। – Naogaon Barta




প্রতিনিধি
নিয়ামতপুর।
নিয়ামতপুরে মসজিদের নামে ব্যক্তিগত ভোগদখলীয় সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই সম্পত্তির মালিক মোফাজ্জল হোসেন ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে উপজেলার চন্দননগর ইউনিয়নের চিনড়া গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চন্দননগর ইউনিয়নের চিনড়া মৌজার জেএল নং ৪৭, আরএস খতিয়ান নং ৫০, সাবেক খতিয়ান নং ১৬৩, হাল দাগ নং ৪, সাবেক দাগ নং-৬ তফশীলের ১ একর ৯০ শতক জমি মসজিদের জমি দাবী করে লাঠিসোটা নিয়ে জোর করে দখলে নামে কিছু লোকজন। বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি প্রদান করে তারা।
অভিযোগকারী মোফাজ্জল হোসেন জানান, তিনি ৪৬ বছর যাবত ওই জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন। হঠাৎ করে ওই জমি মসজিদের জমি বলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দখলে নামে কিছু লোকজন। বাধা দিতে গেলে ভয়ভীতি প্রদর্শন করে তারা। পরিস্থিতি বেগতিক দেখে সরে যায়। পরে জমি দখলে নিয়ে সীমানা চিহ্নিত করে চলে যায় তারা। যাওয়ার সময় ওই জমিতে নামলে পরিণতি খারাপ হবে বলে গালিগালাজ ও প্রাননাশের হুমকি দেয়।
এ ঘটনায় ওসি হুমায়ুন কবীর জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




Explore More Districts