নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নিয়ামতপুরে গোপন সংবাদের ভিত্তিতে ২০কেজি গাজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের বনগাঁপাড়া গ্রামের জৈনক মকবুল হোসেনের বাড়ির ১শ গজ দুরে থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা উভয়েই চাঁপাইনব্বগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের মোহাম্মদ আলী (১৯) পিতা আব্দুর রহিম ও রাকিব (২১) পিতা আব্দুর সাত্তার । এ ঘটনায় র্যাবের ডিএডি জেসিও মুক্তার হোসেন (সিপিএসসি, র্যাব-৫, রাজশাহী) বাদী হয়ে নিয়ামতপুর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রজু করেন এবং এজাহারসহ আসামীকে পুলিশে সোপর্দ করেন।
মামলার এজাহার সুত্রে জানা যায়, র্যাব-৫ এর একটি অপারেশন দল কম্পানী কমান্ডার মেজর মোর্শেদের নেতৃত্বে টহল ও বিশেষ মাদক অভিযানের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান কালে গোপন সংবাদে জানতে পারেন যে, দুইজন মাদক ব্যবসায়ী গাজা নিয়ে আসছে। এ সম আমরা বনগাঁপাড়া গ্রামের জৈনক মকবুল হোসেনের বাড়ির সামনে মেন রাস্তার উপর অবস্থান করি। এমন সময় ওই স্থানে পৌঁছালে মোহাম্মদ আলী ও রাকিব পালানোর চেষ্টা করলে তাকে হাতেনাতে ধরে ফেলে র্যাব সদস্যরা। এ সময় তার নিকট থেকে ২০কেজি গাজা, ও ২টি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রজু হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।