নিলয়কে নাটক করা বাদ দিতে বললেন ভক্ত, জবাবে যা বললেন অভিনেতা

নিলয়কে নাটক করা বাদ দিতে বললেন ভক্ত, জবাবে যা বললেন অভিনেতা

বিনোদন ডেস্ক : ছোটপর্দার ব্যস্ততম অভিনেতা নিলয় আলমগীর। এক দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। আর অনবদ্য অভিনয়গুণে ভক্তহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। কাজের মাধ্যমেও দর্শকমহলে বেশ প্রশংসিত।

নিলয়কে নাটক করা বাদ দিতে বললেন ভক্ত, জবাবে যা বললেন অভিনেতা

এ তারকা অভিনেতা যখন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন, ঠিক তখনই তাকে নাটক ছেড়ে দেয়ার কথা বলা হলো। সেই দাবিও আবার এক ভক্ত করেছেন। তবে তাকে পাল্টা জবাব দিতে ভুলেননি নিলয় আলমগীর।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এমনটাই জানালেন এ অভিনেতা। পোস্টে কারও নাম না উল্লেখ করে নিলয় আলমগীর লিখেছেন, ‘আমার নাটক দেখেই আমাকে চেনন এবং আমার নাটক দেখেই আমার ভক্ত (ফ‍্যান) হয়েছেন। এখন আবার আমাকে বলছেন নাটক ছেড়ে দিতে। কিছুই তো বুঝতেছি না।’

তিনি আরও লিখেছেন, ‘আমি নাটক ছেড়ে দিলেই কি আপনি নাটক দেখা বন্ধ করবেন? সেটা তো করবেন না। অন্য আরেকজনের নাটক ঠিকই দেখবেন। নাটক যদি এতই খারাপ জিনিস হয়, তাহলে সবাই মিলে নাটক দেখা বন্ধ করে দেন, তাহলে নতুন নাটকও হবে না। বল কিন্তু আপনার কোর্টে।’

প্রসঙ্গত, ২০০৯ সালে ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে শোবিজে ডেবিউ হয় নিলয় আলমগীরের। পরবর্তীতে মাসুদ কায়নাত পচিালিত ‘বেইলি রোড’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু করেন।

সবশেষ অভিনীত সিনেমা ‘অল্প অল্প প্রেমের গল্প’, যা মুক্তি পায় ২০১৪ সালে। এরপর অবশ্য আর সিনেমায় দেখা যায়নি তাকে। তবে ছোটপর্দায় নিয়মিত কাজ করে যাচ্ছেন এ অভিনেতা।

Explore More Districts