নির্ভয়ে আপনারা পূজা উদযাপন করুন – রাজবাড়ীতে ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান |

নির্ভয়ে আপনারা পূজা উদযাপন করুন – রাজবাড়ীতে ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান |

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :

যশোর ৮৮ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান বলেছেন, কোন সন্ত্রাসী পূজা মন্ডপে কোন সন্ত্রাসী কার্যকলাপ করতে সাহস পাবে না। রাতে টহলের পরিমান বাড়াতে হবে। আপনারা নির্ভয়ে আপনাদের পূজা উদযাপন করুন। সতর্ক থাকবেন কেউ যেন চোরের মত ঢুকে ভাংচুর করতে পারে। সেদিকে সজাগ থাকতে হবে সবাইকে। কোন পাগলকে মন্ডপের এক কিলোমিটারের মধ্যে আসতে না দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সচেতন থাকবো, আমাদের সৌহার্দ ও সম্প্রিতির বন্ধনকে অটুট রাখতে। তাহলে আমাদের সব অনুষ্ঠানের আনন্দ সবার মধ্যে বজায় থাকবে।

তিনি বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত “শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি বিষয়ে” মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

রাজবাড়ী ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার শামীমা পারভীন, লেফটেন্যান্ট কর্নেল তালুকদার মো. মাহামুদ রেজা, এনএসআই-এর উপ-পরিচালক কামাল আহম্মেদ, ক্যাপ্টেন এনামুল হাসান, ক্যাপ্টেন সানজিদ হাসান, রাজবাড়ী জেলা কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌসী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাবুবুর রহমান, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক স্বপন কুমার দাস, জেলা দপ্তর সম্পাদক তন্ময় দাস, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশিল দত্ত তাপস, সাধারন সম্পাদক সৌমির কুমার দাস প্রমূখ। এ সভায়, জেলার বিভিন্ন সরকারী দপ্তর, বিদ্যুত বিভাগ, ডিজিএফআই প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Explore More Districts