নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলেই দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে: কয়েস লোদী

নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলেই দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে: কয়েস লোদী

নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলেই দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে: কয়েস লোদীসিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দেশে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে দ্রুততম । দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে দেশের শাসন ব্যবস্থা হস্তান্তর করলেই দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। এখনো দ্রব্যমূলের ঊর্ধ্বগতি চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে।

শনিবার সিলেট নগরীর সুবিদবাজারস্থ একটি কনভেশন হলে প্রান্তিক ছাত্র সংসদের পক্ষ থেকে বিগত ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সম্মাননা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলে অযথা সময় নষ্ট করছে। দেশের মানুষের জীবন মান রক্ষার জন্য দ্রুত নির্বাচন দেওয়া জরুরি।
অনুষ্ঠানে প্রান্তিক ছাত্র সংসদের সভাপতি তারিকুল ইসলাম নয়ন সভাপতিত্ব করেন।
সংসদের সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাইদ মো.সাকিব এবং সংসদের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল যৌথ পরিচালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, নুরুল হুদা দিপু, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক উসমান গনি প্রমুখ।

ডিএস/এমসি

Explore More Districts