নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা স্থিতিশীল হবে: সেনাবাহিনী

নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা স্থিতিশীল হবে: সেনাবাহিনী

দৈনিক কুষ্টিয়া অনলঅইন/
ঢাকার সেনানিবাসে বুধবার (৫ নভেম্বর) সেনাবাহিনী সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতি আশাবাদ ব্যক্ত করেছে। সেনাবাহিনী আশা করছে, নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে।
ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন সেনাবাহিনীর জিওসি আর্টডক লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।
তিনি বলেন, “দেশের জনগণের মতো আমরা সেনাবাহিনীও চাই সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে সুষ্ঠু নির্বাচন হোক। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও দৃঢ় হবে, আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে এবং আমরা আমাদের সেনানিবাসে ফিরে যেতে পারব।”
জেনারেল মাইনুর রহমান আরও জানান, সেনাবাহিনী ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি অনুযায়ী সীমিত আকারের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, “আমাদের প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো নির্বাচনকালীন দায়িত্ব পালন ও শান্তিকালীন সময়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিশ্চিত করা। আমরা বলে থাকি, ‘উই ট্রেইন এজ উই ফাইট’।”
গত ১৫ মাস সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহায়তায় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। এই প্রসঙ্গে জেনারেল মাইনুর রহমান বলেন, “এই সময়ে পরিস্থিতি সহজ ছিল না। আমরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছি। আশা করি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা আমাদের সেনানিবাসে ফেরত আসতে পারব।”

Explore More Districts