সিলেটের বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের ৮নং জামায়াতের উদ্যোগে অধ্যাপক আব্দুল হান্নানের দাঁড়িপাল্লার সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে ইউনিয়নের মনোহরপুর-পাটাকইন গ্রামে ওয়ার্ড জামায়াতের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সম্পাদক হাফিজ ইদ্রিস আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
তিনি বলেন, যারা অতীতে নির্বাচন নিয়ে হৈচৈ করেছেন আজ তারা নির্বাচনকে ভয় পাচ্ছেন। কারণ তারা বুঝে গেছে জাতি আজ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে লালকার্ড দেখিয়েছে। তিনি আরো বলেন, জামায়াত যদি ক্ষমতায় যায় তাহলে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর জামায়াতের আমীর এইচ এম আখতার ফারুক, উপজেলা জামায়াতের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আব্দুল মুকসিত আখতার, রামপাশা ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি হাফিজ আব্দুল কাইয়ুম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিয়া মোহাম্মদ সাহেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিডিয়া সম্পাদক হোসাইন আহমদ, জামায়াত নেতা আজমল হোসেন, জামায়াত নেতা আব্দুর রহমান প্রমুখ।
উপস্থিত ছিলেন, ওয়ার্ড সেক্রেটারি আতাউর রহমান, জামায়াত নেতা সমুজ আলী, রুপস আলী, হাজী উমেদ উল্লাহ, ছাত্রশিবির কর্মী তারেকুর রহমান, সালেহ আহমদ, সোনাফর মিয়া, মাসুম আহমদ, রবিউল ইসলাম, কাওসার আহমদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসী।

