‘নির্বাচন নি‌য়ে বি‌ভিন্ন বিষ‌য়ে জান‌তে চে‌য়ে‌ছে ওআই‌সি’

‘নির্বাচন নি‌য়ে বি‌ভিন্ন বিষ‌য়ে জান‌তে চে‌য়ে‌ছে ওআই‌সি’

ওআইসির প্রতি‌নি‌ধিরা নির্বাচন নি‌য়ে বি‌ভিন্ন বিষ‌য়ে জান‌তে চে‌য়ে‌ছেন ব‌লে‌ জানি‌য়ে‌ছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন ভবনে ওআইসি’র স‌ঙ্গে বৈঠক শেষে তি‌নি সাংবাদিকদের এ কথা বলেন।

ইসির অতিরিক্ত সচিব বলেন, নির্বাচ‌নে আমা‌দের প্রস্তু‌তি, নিরাপত্তা, কি ধর‌নের প‌রি‌বেশ বিরাজ কর‌ছে, আইনশৃঙ্খলা বাহিনী কেমন মোতা‌য়েন হ‌য়ে‌ছে এসব বিষ‌য়ে জান‌তে চে‌য়ে‌ছেন ওআইসির প্রতিনিধিরা।

এছাড়া ভোটার‌দের ম‌নের শঙ্কা দূর করার জন‌্য কি ধর‌নের প্রস্তু‌তি গ্রহণ ক‌রে‌ছি। আমরা জানিয়েছি নির্বাচনে কোন শঙ্কা নেই। তারা আমা‌দের কা‌ছে যে বিষয়গু‌লো জান‌তে চে‌য়ে‌ছেন আমরা সেগু‌লো জা‌নি‌য়ে‌ছি। আমা‌দের প্রস্তুতিতে তারা সন্তুষ্ট। 

তি‌নি আরও ব‌লেন, সৌহার্দ‌্যপূর্ণ প‌রি‌বে‌শে ওআইসি’র প্রতিনিধিদের সঙ্গে আ‌লোচনা হ‌য়ে‌ছে।

Explore More Districts