নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনের প্রার্থীর সাথে বৈঠক-এনসিপির

নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনের প্রার্থীর সাথে বৈঠক-এনসিপির

নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনের প্রার্থীর সাথে বৈঠক-এনসিপির

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলীয় মনোনয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতারা বলেন, যোগ্য, পরিচ্ছন্ন ও জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থী নির্বাচনে দল সর্বোচ্চ গুরুত্ব দেবে। মাঠপর্যায়ের গ্রাউন্ড রিপোর্ট ও জনগণের প্রতিক্রিয়া বিবেচনা করে মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে জানান তারা।

স্থানীয় পর্যায়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও দীর্ঘ আলোচনা হয়।বৈঠকে নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আব্দুর রউফ মান্নান জানান বিভিন্ন ইউনিয়নে গ্রুপিং, সাংগঠনিক শক্তি ও ভোটারদের মানসিকতা নিয়ে নেতারা পর্যালোচনা করেন।
জাতীয় রাজনীতির বর্তমান প্রেক্ষাপট, সরকারের উন্নয়ন কার্যক্রম এবং সাধারণ মানুষের প্রত্যাশা—সব মিলিয়ে নির্বাচনী পরিবেশকে ইতিবাচক রাখার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
নেতারা বলেন, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন নিশ্চিত করতে দল সব সময় মাঠে থাকবে। উন্নয়ন, সুশাসন ও জনগণের আস্থা ধরে রাখতে সুসংগঠিত প্রচার কার্যক্রম চালানোর নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকের শেষে দলীয় ঐক্য, সংগঠনকে শক্তিশালী করা ও নির্বাচনকে সামনে রেখে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

Explore More Districts