নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন- দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যেই এখন নির্বাচন দরকার। একটি নির্বাচিত সরকার এবং একটি নির্বাচিত সংসদই পারে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং সকল ষড়যন্ত্রকে ন্যৎসাত করতে। তাই আমরা এই সরকারকে আহবান জানাবো নির্বাচনের রোর্ড ম্যাপ তৈরি করে তফসিল ও সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে হাতিয়া ইউনিয়ন বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আযম খান বলেন- আমাদের দেশপ্রেমে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জনগণের মুখোমুখি করার অপচেষ্টা চলছে। আমরা পরিষ্কার বলতে চাই, বিএনপির পক্ষ থেকে এই ধরণের অপচেষ্টা কোনভাবেই শুভ মনে করি না দেশের জন্য। আমরা মনে করি সকল দেশ প্রেমিক নাগরিক ও দেশ প্রেমিক সেনাবাহিনী যে যার জায়গা থেকে দায়িত্ব পালন করবেন।
বিএনপির এ নেতা বলেন- ফ্যাসিবাদের বিরুদ্ধে যে অভ্যুথান হয়েছে, সে ফ্যাসিবাদ সব সময়ই প্রতিরোধ করার জন্য জাতীয় ঐক্য গড়ে উঠেছে। অতএব বাংলাদেশ আর কোনদিন ফ্যাসিবাদের জায়গা হবে না। কোন ফ্যাসিবাদের জন্য মুক্তিযুদ্ধ করেনি। ফ্যাসিবাদের দোসরদের বাংলাদেশে জায়গা হবে না।
অ্যাডভোকেট আযম খান আরও বলেন, আমরা অন্তবর্তীকালীন সরকারকে বারবার বলেছি, আপনাদের উপরে আমাদের আস্থা আছে। কিন্ত দীর্ঘ সময়ই জনগণ অপেক্ষা করবে না। দীর্ঘ সময় কিন্ত ষড়যন্ত্রকারীরা অপেক্ষা করবে না। কাজেই আস্থার জায়গা থাকতেই নির্বাচনের ব্যবস্থা করুন।
এ সময় হাতিবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি এইচ এম জসিম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সভাপতি শাহাজাহান সাজু, সাবেক সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।