নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি – DesheBideshe

নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি – DesheBideshe

নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি – DesheBideshe

ঢাকা, ২৮ আগস্ট – নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, মানুষ এখন নির্বাচনমুখী হচ্ছে। পুরো জাতি ভোটের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচন হলে দেশের অর্থনীতিতে বড় একটা পরিবর্তন আসবে। এখন রাজনীতির সময় শেষ হয়ে গেছে, জাতি গঠনের সময় এসেছে।

তিনি বলেন, জনগণ জবাবদিহিমূলক সরকার চায়। ভোটের পর অর্থনীতির পাশাপাশি দক্ষতা উন্নয়ন সবচেয়ে বড় লক্ষ্য হবে। ১৮ মাসে ১ কোটি মানুষকে চাকরি দেওয়ার প্রস্তুতি রয়েছে বিএনপির। তবে সব অংশীজনদের প্রস্তুতি নিতে হবে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৮ আগস্ট ২০২৫



Explore More Districts