‘নির্বাচনের মাধ্যমে বিএনপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না’

‘নির্বাচনের মাধ্যমে বিএনপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না’

নির্বাচনের মাধ্যমে বিএনপি আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

তিনি বলেন, বিএনপির ৯৯ শতাংশই স্বাধীনতাবিরোধী শক্তি। তারা দেশের মাটি, মানুষকে ভালোবাসে না। তাদের চিন্তা এখনো পাকিস্তানী। তাই তারা ষড়যন্ত্র করছে।

সোমবার (২৭ ডিসেম্বর) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ সেলিম বলেন, মির্জা ফখরুল দেশে প্রথম নারী মুক্তিযোদ্ধা খুঁজে বের করেছেন। বিএনপির কাজই হচ্ছে অসত্য, মিথ্যা কথা বলে বলে মানুষকে ধোকা দেওয়া। দেশের ৯৯ শতাংশ মানুষ স্বাধীনতার স্বপক্ষের শক্তি।

আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ধ্বংসের মুখ থেকে আশার আলো দেখছে। বঙ্গবন্ধু আর ১০ বছর বেঁচে থাকলে আমাদের এই দুর্ভোগ হতো না। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা। তিনি না থাকলে আমরা এখনো গোলাম হয়ে থাকতাম। তিনি বারবার ফাঁসির মঞ্চে গিয়েছেন কিন্তু বিন্দুমাত্র বিচলিত হননি। বঙ্গবন্ধুকে হত্যার জন্য পাকিস্তানিরা বারবার চেষ্টা করেছে, কবরও খুঁড়েছে। কিন্তু তারা তা করতে পারেনি।

বঙ্গবন্ধু নিজের জন্য কখনো চিন্তা করেননি উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশ স্বাধীন হওয়ার পরে একটা আলপিনও বিদেশ থেকে আনতে হয়েছে। ব্যাংকে টাকা ছিলো না, বিদ্যুৎ, পানি ছিলো না। এরপরও দেশের মানুষের প্রতি ভালোবাসা থেকে মানুষের অথনৈতিক নিরাপত্তা, সামাজিক মুক্তির জন্য কাজ শুরু করেন। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পরে ২১ বছরে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। সরকার ডাক্তারদের যাতে হয়রানি না করতে পারে সেজন্য ‘৯৩ সালের ২৪ ডিসেম্বর শেখ হাসিনা স্বাচিপ প্রতিষ্ঠা করেন। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ক্ষমতায় এসে তিনি গ্রামের মানুষের জন্য ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক গড়ার উদ্যোগ নেন। সাধারণ মানুষর মধ্যে এ উদ্যোগের ব্যাপক সাড়া পড়ে। সেখানে ৪০ প্রকার ওষুধ পাওয়া যেতো। বিএনপি ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়।

মাকিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তিনি বলেন, তাদের তিন প্রেসিডেন্ট ইরাক, সিরিয়ায় ১১ মিলিয়ন মানুষকে হত্যা করেছে। তবুও তারা কেনো টেরোরিস্ট নয়? টেরোরিস্ট শুধু বাংলাদেশের মানুষ? আমাদের মানবাধিকারের নিয়ে কথা বলা হয়। একাত্তরের পরাজিত শক্তি ষড়যন্ত্র করছে। তারা আবারও স্বাধীনতার চেতনায় আঘাত আনার চেষ্টা করছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ আমাদের করতে হবে। যারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি, তাদের নিয়ে কাজ করতে হবে।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আরসলানে’র সভাপতিত্বে ও স্বাচিপ মহাসচিব ডা. এমএ আজিজের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউয়ের সাবেক উপাচার্য ডা. প্রাণ গোপাল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউ উপাচার্য শারফুদ্দিন আহমেদ, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বিএমএ মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।

Explore More Districts