নির্বাচনী টক শোতে প্রার্থীকে প্রশ্ন করায় সমর্থকদের ক্ষোভ, পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর

নির্বাচনী টক শোতে প্রার্থীকে প্রশ্ন করায় সমর্থকদের ক্ষোভ, পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বেসরকারি টেলিভিশনের নির্বাচনী টক শো চলছিল। অনুষ্ঠানে উপস্থিত এক প্রার্থীকে দর্শকদের একজনের প্রশ্ন করা নিয়ে হঠাৎ বিপত্তি বাধে। মুহূর্তে সেখানে উপস্থিত তিনটি রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার রামগঞ্জ সরকারি কলেজ মাঠে বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো চলছিল। এ সময় একজন সাধারণ শিক্ষার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটওয়ারীকে প্রশ্ন করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ইসলামী আন্দোলনের সমর্থকেরা। এ নিয়ে বিএনপি, জামায়াত  ও ইসলামী আন্দোলনের সমর্থকদের সঙ্গে হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Explore More Districts