লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বেসরকারি টেলিভিশনের নির্বাচনী টক শো চলছিল। অনুষ্ঠানে উপস্থিত এক প্রার্থীকে দর্শকদের একজনের প্রশ্ন করা নিয়ে হঠাৎ বিপত্তি বাধে। মুহূর্তে সেখানে উপস্থিত তিনটি রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার রামগঞ্জ সরকারি কলেজ মাঠে বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো চলছিল। এ সময় একজন সাধারণ শিক্ষার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটওয়ারীকে প্রশ্ন করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ইসলামী আন্দোলনের সমর্থকেরা। এ নিয়ে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের সমর্থকদের সঙ্গে হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


