নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন উঠলো সবজির দোকানে, অল্পের জন্য রক্ষা পেলেন পথচারীরা

নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন উঠলো সবজির দোকানে, অল্পের জন্য রক্ষা পেলেন পথচারীরা

যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজারে গত বুধবার ৩০ এপ্রিল বিকেলে একটি মাছ বোঝাই নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে একটি সবজির দোকানে উঠে যায়। এতে দোকান ও তরিতরকারির কিছু ক্ষতি হলেও কেউ আহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের সংকীর্ণ গলিপথে মাছবাহী নছিমনটি চলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়।

সচেতন মহল মনে করছেন,হাটের দিন বাজারের গলি সংকীর্ণ হয়ে যাওয়ায় এমন দুর্ঘটনা ঘটছে প্রায়ই। বিষয়টি বাজার কমিটির নজরে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Explore More Districts