নিম্ন চাপের প্রভাব কালুখালীতে বজ্রপাতে গৃহবধু নিহত |

নিম্ন চাপের প্রভাব কালুখালীতে বজ্রপাতে গৃহবধু নিহত |

 

রাজবাড়ী বার্তা ডট কম :

রাজবাড়ীর কালুখালীতে নিম্ন চাপের প্রভাবে বৃষ্টির মধ্যে ফসলি মাঠে থাকা হাসিনা বেগম (২৭) নামে একজন গৃহবধু বজ্রপাতে মৃত্যু হয়েছে। সোমবার বিকালে এ ঘটনা ঘটে।

মৃত হাসিনা বেগম জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কামিরা গ্রামের নিজাম শেখের স্ত্রী।

হাসিনা বেগমের প্রতিবেশি খোকন শেখ জানিয়েছেন, হাসিনা বেগমের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। নিম্ন চাপের ফলে চলমান বৃষ্টির মধ্যে তার ছেলে বাড়ীর অদূরে মাঠের মধ্যে থাকা খালে মাছ শিকার করতে যায়। বিকাল ৪টার দিকে হাসিনা বেগম ছেলেকে ডেকে আনতে মাঠের মধ্যে যান। ওই সময় হঠাৎ করেই বজ্রপাত হয়। স্থানীয়রা ওই সময়ই তাকে রাজবাড়ী সদর হাসপাতালের জরূরী বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

Explore More Districts