সেপ্টেম্বর ২১, ২০২২
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বুড়িচংয়ের নিমসার বাজার এলাকা হতে ১৪৮ বোতল ফেন্সিডিলসহ মো: কাওছারুল মোমেন (৪৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় মোটরসাইকেল জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২০ সেপ্টেম্বর দুপুরে বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটক হওয়া মোঃ কাওছারুল মোমেন নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার বাড়ী শ্রীরামপুর গ্রামের মৃত হাজী সফিউদ্দিন এর ছেলে ।
এ ঘটনায় বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
আর পড়তে পারেন