২৩ বছর বয়সী সাই জানান, ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা তাঁকে দ্রুত পরিণত করেছে, ‘এখানে প্রতিটি পদক্ষেপের দিকে সবার নজর থাকে। ভুল করলে ক্ষমা পাওয়া সহজ নয়। ক্যারিয়ারের শুরুর দিকে বিষয়গুলো এত গুরুত্ব দিইনি। কিন্তু এখন প্রতিটি ছোট পদক্ষেপের প্রতিই আমি সতর্ক। আমি শিখেছি ধৈর্য, সংযম ও মননশীলতা বাড়াতে হয়। তাড়াহুড়া করে কিছু হয় না। সঠিক নির্বাচনই ক্যারিয়ারকে যথাযথ আকার দেয়। প্রত্যেকের পথ আলাদা, তাই আমি গতির চেয়ে গুণগত মানে বিশ্বাসী।’
