৭ September ২০২৫ Sunday ১২:৫০:০৪ PM | ![]() ![]() ![]() ![]() |
বরগুনা প্রতিনিধি:

বরগুনায় নিজ বসতঘর থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে বরগুনা সদর উপজেলার ইটবাড়িয়া গ্রামের একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- স্বপন মোল্লা (৩২) এবং আকলিমা (২৭)। এ সময় ঘরে নিহত এই দম্পতির ৫ বছর ও ১ বছর বয়সী ২ কন্যা শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
স্বজনরা জানান, স্বপন ও তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে আলাদা ঘরে বসবাস করতেন। সকালে পাঁচ বছরের মেয়ে সাদিয়া ঘর থেকে বের হয়ে তার চাচাতো ফুফু রাজিয়াকে গিয়ে জানায়, ‘মা কথা বলছে না।’
পরে রাজিয়া ঘরে গিয়ে দেখেন স্বপন ফাঁসিতে ঝুলছেন এবং আকলিমা গলাকাটা অবস্থায় পড়ে আছেন। তার ডাক চিৎকারে আশপাশের স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে। পাশাপাশি তদন্তের স্বার্থে বাড়িটিকে ক্রাইমসিন হিসেবে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী।
নিহত স্বপনের ভাই কবির মোল্লা বলেন, ‘আমার ভাইজি সাদিয়া এসে জানায় মা কথা বলছে না। আমি ভেবেছিলাম স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ঝগড়াঝাটি হয়, হয়তো তেমন কিছু ঘটেছে। কিন্তু আমার এক চাচাতো বোন ঘরে গিয়ে তাদের মরদেহ দেখে চিৎকার দিলে আমিসহ সবাই ছুটে যাই।’
নিহত আকলিমার বাবা ও স্বপনের শ্বশুর মো. আব্বাস জানান, ‘ফজরের সময় আমাকে খবর দেয়া হয় মেয়ের বাড়িতে আসার জন্য। পরে এসে দেখি ঘরে রক্ত পড়ে আছে আর আকলিমা মৃত অবস্থায়। এটা স্বামী-স্ত্রীর ঝগড়ার কারণে হয়েছে নাকি অন্য কোনো কারণ আছে, বুঝতে পারছি না।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জহুরুল ইসলাম হাওলাদার বলেন, ‘ঘটনাস্থল থেকে স্বপন মোল্লার ঝুলন্ত মরদেহ ও তার স্ত্রী আকলিমার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। ডিবি পুলিশ ও সিআইডির সদস্যরা তদন্ত শুরু করেছেন। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনই বলা সম্ভব নয়।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |