নিজ ঘরের স্টিলের বক্স থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার, স্বামী পুলিশি হেফাজতে

নিজ ঘরের স্টিলের বক্স থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার, স্বামী পুলিশি হেফাজতে

las

যশোরের বাঘারপাড়ায় নিজ ঘরের স্টিলের বক্স থেকে সুচিত্রা দেবনাথ (৫৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে স্বামী এই হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। পরে স্ত্রীকে না পাওয়ার নাটক সাজিয়েছিলো স্বামী। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী তপন দেবনাথকে পুলিশি হেফাজতে নিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে সুচিত্রা দেবনাথকে বাড়িতে দেখেছে প্রতিবেশিরা। এরপর তার স্বামী তপন সকালে যশোর শহরের উদ্দেশে রওনা হন। দুপুর ১২টার দিকে বাড়ি ফিরে এসে তিনি স্ত্রীকে কোথাও খুঁজে না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন।একপর্যায়ে তিনি নিজ ঘরের টিনের দোচালা বসত ঘরের ভেতরে রাখা কাপড়ের স্টিলের বক্স খুলে দেখতে পান,ভেতরে লেপ ও কাপড়ের নিচে স্ত্রীর নিথর দেহ রাখা রয়েছে। তখন তিনি থানায় খবর দেন। পুলিশ বলছে, সুচিত্রা দেবনাথকে ধারালো কিছু দিয়ে মাথা ও মুখে আঘাত করে হত্যা করা হয়। এরপর মরদেহ লুকাতে স্টিলের বক্সে রেখে কাপড় ও লেপ দিয়ে ঢেকে রাখা হয়। স্থানীয়দের অনেকেই জানান, নিহত সুচিত্রার সঙ্গে তার স্বামী তপন দেবনাথের পারিবারিক কলহ লেগেই থাকত।

বাঘারপাড়া থানার ওসি তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী নিজেই হত্যা করে নাটক সাজিয়েছিলো। স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Explore More Districts