নিজ আসনে নুরের গণসংযোগ

নিজ আসনে নুরের গণসংযোগ

২০ November ২০২৫ Thursday ৭:৪৪:৩৭ PM

Print this E-mail this


গলাচিপা ((পটুয়াখালী) প্রতিনিধি:

নিজ আসনে নুরের গণসংযোগ

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) নিজ আসনে গণসংযোগ করেছেন। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে গলাচিপা পৌর শহরের ওয়াপদা এলাকা থেকে গণসংযোগ কর্মসূচি শুরু করেন তিনি।

এ সময় সদর রোডসহ পৌর শহরের বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন নুর। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন চিত্র সম্পর্কে জানতে চান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নুরুল হক নুর আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। 

এ সময় তিনি বলেন, আমাদের এখানে বিএনপি বলেন, জামায়াত বলেন তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে জোট নিয়ে। বিএনপির সঙ্গে জোট হতে পারে, অন্য কোনো দলের সঙ্গেও জোট হতে পারে। এই আশঙ্কায় অনেকে ভয়ে তার সিটটা চলে যায় কি না এই কারণে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। ঘটনা হচ্ছে, আমার সঙ্গে কারও জোট হোক বা না হোক আমি পটুয়াখালী-৩ এবং এখান থেকেই ট্রাক মার্কাতেই নির্বাচন করব।

গণসংযোগে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিতি ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts