নিজেদের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করল ইসরায়েল – DesheBideshe

নিজেদের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করল ইসরায়েল – DesheBideshe



নিজেদের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করল ইসরায়েল – DesheBideshe

তেল আবিব, ০৮ জুলাই – নিজেদের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা স্বীকার করেছে দখলদার ইসরায়েল। মঙ্গলবার (৮ জুলাই) এক ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের কিছু ক্ষেপণাস্ত্র তাদের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে।

নাম গোপন রাখার শর্তে বার্তাসংস্থা রয়টার্সকে এই দখলদার বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ‘খুব কমই’ জায়গায় আঘাত হেনেছে। আর যেসব সামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে সেগুলো সক্রিয় রয়েছে।

তবে তিনি হামলার বিস্তারিত কোনো কিছু জানাননি। এছাড়া কোন কোন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র পড়েছে সেগুলোও জানাননি তিনি।

গতকাল রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ টেলিগ্রাফ ওরেগন স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্যাটেলাইট ছবির বরাতে জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র দখলদার ইসরায়েলের পাঁচটি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে।

গত ১৩ জুন রাতে ইরানে প্রথম হামলা চালায় ইসরায়েল। এরপর দুই পক্ষের মধ্যে যুদ্ধ বাধে। যা ১২দিন স্থায়ী ছিল। ইসরায়েল এতদিন বলে আসছিল, ইরান শুধুমাত্র বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া তারা বেসামরিকদের হতাহতের তথ্য দিয়েছে শুধু। ইরানের হামলায় কত সেনা নিহত বা আহত এবং সামরিকভাবে তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর কোনো তথ্যই প্রকাশ করেনি দখলদাররা।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৮ জুলাই ২০২৫



Explore More Districts