বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক চাঁদপুর জেলা বিএনপি সভাপতি এবং দলীয় প্রার্থী ইঞ্জিঃ মমিনুল হক বলেছেন, আমাকে ধানের শীষের প্রার্থী করা মানে জনগণের সেবক হিসেবে দায়িত্ব অর্পণ করা। আমি জনগণের ভোটে নির্বাচিত হলে শাহরাস্তি-হাজীগঞ্জের মানুষের উন্নয়ন, ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় নিজেকে জনগণের খাদেম হিসেবে নিবেদন করব।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আলহাজ্ব লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হককে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক ও সাধারণ নাগরিকদের আয়োজনে বিশাল গণসংবর্ধনা শেষে এক পথসভার আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, আমরা শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ চাই। প্রশাসনের কর্মকর্তারা জনগণের ট্যাক্সের টাকায় বেতন পান, তাই তাঁদের শাসক নয়— জনগণের সেবক হিসেবেই কাজ করতে হবে।আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও আস্থাই ধানের শীষের বিজয়ের মূল শক্তি।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া (খাজা) পেট্রোল পাম্প থেকে দোয়াভাঙ্গা শাহরাস্তি গেট পর্যন্ত প্রায় দুই হাজার মোটরসাইকেল ও হোন্ডাযুক্ত শোভাযাত্রার মধ্য দিয়ে ইঞ্জিঃ মমিনুল হককে বরণ করা হয়।
পৌর শহরের দোয়াভাঙ্গা আল-আমিন শপিং কমপ্লেক্সের সামনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের মনোনয়ন বোর্ড ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞচিত ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন, আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি তা সর্বান্তকরণে পালন করব। আমি দলের আদর্শ ও জনগণের বিশ্বাসকে সমুন্নত রাখব। একই সঙ্গে বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ ও জনগণের আকাঙ্খার প্রার্থী হিসেবে তাকে মনোনীত করায় তিনি দলীয় হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিজ দলের নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন,আমি যদি জনগণের ভোটে এমপি নির্বাচিত হই, তাহলে আপনারা এমন কোনো কাজ করবেন না, যার জন্য জনগণের কাছে আমাকে জবাবদিহি করতে হয়। আমরা একসঙ্গে কাজ করব জনগণের কল্যাণে, উন্নয়নের জন্য, পরিবর্তনের জন্য।
উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজির সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ পাটওয়ারী রুপন, শাহ মোহাম্মদ আলী, সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম জিয়া উদ্দিন বাদল,বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মাইনুদ্দিন উদ্দিন আহমেদ ইকবাল,মোঃ দেলোয়ার হোসেন,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, সহ-সভাপতি মোঃ আবুল কালাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন, যুবদলের সাবেক সভাপতি মো. আ. মান্নান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট শাহেদুল হক মজুমদার সোহেল, সদস্য সচিব এহতেশামুল হক গণি, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান বাবলু, আদনান নোমান,শ্রমিক দলের সভাপতি মোঃ হেলাল উদ্দিন দুলাল প্রমুখ।
শাহরাস্তি সর্বস্তরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় ইঞ্জিঃ মমিনুল হকের নেতৃত্বে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়ন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও জনগণের আকাঙ্ক্ষা পূরণে নিরলসভাবে কাজ করবেন।
স্টাফ করেসপন্ডেট/
১৪ নভেম্বর ২০২৫

