বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জে গত চারদিন ধরে নিখোঁজ এক যুবকের পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯ টায় বাড়ির পাশের বাগান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটে বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায়। নিহত রাব্বি ওই এলাকার বাচ্চু(১৮)হাওলাদারের ছোট ছেলে। এর আগে সকাল ৭ টায় নিহতের বড় ভাই সাব্বির মৃতদেহ বাড়ি পাশে পরে থাকতে দেখে ডাক চিৎকার করে। এসময় এলাকার লোকজন ভীর হয়ে যায়। পরে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। নিহতের ভাই সাব্বির রহমান বলেন, ১৯ তারিখ রাত ১ টার দিকে রেজাউল নামের একজনের ফোন পেয়ে রাব্বি ঘর থেকে বের হয়। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। এছাড়া মৃতদেহ উদ্ধার হওয়ার পর থেকে এলাকা থেকে ৩ জন পলাতক রয়েছে। আমরা মামলার প্রস্ততি নিচ্ছি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার বলেন, সকাল ৮টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং পা বাঁধা ছিলো। এটা স্পষ্ট হত্যাকান্ড। আমরা গতকাল রাতে জিডি হওয়ার পর থেকেই অভিযান পরিচালনা করে আসছি। এই হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে ন্দ্রত গ্রেফতার করা হবে। আর আগে ১৮ জানুয়ারি রাত ১২ টার পর ফোন পেয়ে ঘর থেকে বেড়িয়ে যায় মোঃ রাব্বি হাওলাদার (১৮)। ওইদিন থেকেই নিখোঁজ ছিল রাব্বি। নিখোঁজের ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি জিডি করা হয়েছিলো।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে : পটুয়াখালীতে ইসি মাছউদ
বিসিসির আড়াই কোটি টাকার সিসি ক্যামেরা অন্ধ, ভরসা পুলিশের চোখে