নিখোঁজের দুইদিন পর রামগতি মেঘনায় কিশোরীর লাশ উদ্ধার

নিখোঁজের দুইদিন পর রামগতি মেঘনায় কিশোরীর লাশ উদ্ধার

নিখোঁজের দুইদিন পর রামগতি মেঘনায় কিশোরীর লাশ উদ্ধার

নিখোঁজের দুইদিন পর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী থেকে বিবি মরিয়ম (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার শেখ রাসেল ব্রীজ ঘাট এলাকার মেঘনা নদীর পাড় থেকে বিবি মরিয়মের লাশ উদ্ধার করা হয়।

এরআগে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে দুইদিন আগে নিখোঁজ হন বিবি মরিয়ম। বিবি মরিয়ম নোয়াখালীর সুবর্ণচর উপজেলার জিয়ার বাজার এলাকার মহি উদ্দিনের মেয়ে।

পরিবার ও থানা সূত্রে জানা গেছে, কিশোরী একজন মানসিক প্রতিবন্ধি। গত দুইদিন আগে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে আসে। পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান না পেয়ে উপজেলার বিভিন্ন স্থানে মাইকে নিখোঁজ বিজ্ঞপ্তি প্রচার করা হয়।

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ফেরদৌস আহম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মেঘনা নদীতে ভাসমান লাশ দেখে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে খবর পেয়ে কিশোরীর বাবা মহি উদ্দিন ও পরিবারের সদস্যরা আসলে তাদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

মিসু সাহা নিক্কন/বার্তা-09-23

Explore More Districts