নিউজিল্যান্ড সিরিজে র‍্যাংকিংয়ের পাঁচে ওঠার সুযোগ বাংলাদেশের

নিউজিল্যান্ড সিরিজে র‍্যাংকিংয়ের পাঁচে ওঠার সুযোগ বাংলাদেশের

নিউজিল্যান্ড সিরিজে র‍্যাংকিংয়ের পাঁচে ওঠার সুযোগ বাংলাদেশের

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে পেছাতে পেছাতে দশ নম্বরে চলে গিয়েছিল বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে দারুণ কিছু সাফল্যে এসেছে র‍্যাংকিংয়ে উত্থানের সুযোগ। আগামী সিরিজেই বাংলাদেশ দলকে হাতছানি দিচ্ছে রাজসিক উত্থান।

বঙ্গবন্ধুকে সিরিজ জয় উৎসর্গ করল বাংলাদেশ দল

জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের পর বাংলাদেশ দলের রেটিং পয়েন্ট বাড়লেও র‍্যাংকিংয়ে উন্নতি হয়নি। অর্থাৎ, এখনও আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে টাইগারদের অবস্থান দশম।

Also Read – ভারতের ক্রিকেট থেকে অবসরে যুব বিশ্বকাপ জয়ী চাঁদ

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলবে পাঁচটি টি-টোয়েন্টি। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এই সিরিজ জিতলে বাংলাদেশ র‍্যাংকিংয়ে এগোবে নিশ্চিতভাবেই। তবে একইসাথে আছে র‍্যাংকিং টেবিলে বড় লাফের সুযোগ।

বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারাতে পারে অর্থাৎ হোয়াইটওয়াশ করতে পারে তাহলে টাইগারদের রেটিং বাড়বে ১৪ পয়েন্ট। বর্তমানে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলের রেটিং ২৩৪। অর্থাৎ, কিউইরা হোয়াইটওয়াশ হলে বাংলাদেশের রেটিং বেড়ে হবে ২৪৮। ২৪৮ রেটিং পয়েন্ট পেলে বাংলাদেশ উঠে আসবে র‍্যাংকিংয়ের পঞ্চম স্থানে।

হোয়াইটওয়াশ হলে চারে নেমে যেতে হবে নিউজিল্যান্ডকে, যারা এখন অবস্থান করছে তৃতীয় স্থানে। বর্তমানে নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ২৬৩। হোয়াইটওয়াশ হলে রেটিং পয়েন্ট কমে হবে ২৫০। বর্তমানে র‍্যাংকিংয়ের চতুর্থ স্থানে অবস্থান করছে পাকিস্তান, কিউইদের অবনমন হলে যারা তৃতীয় স্থানে উত্থিত হবে।

নিউজিল্যান্ড জাতীয় দল বাংলাদেশে পা রাখবে ২৪ আগস্ট। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে। টি-টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্যাচেরই ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সিরিজের প্রতিটি ম্যাচই হবে দিবারাত্রির।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Explore More Districts