বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটের শীর্ষ ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি। নিউজিল্যান্ড সফরের দলে তার অন্তর্ভুক্তির কথা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সদ্য সমাপ্ত জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২০২১-২২ মৌসুমে রাব্বি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ১১ ইনিংসে ৬০.৩০ গড়ে ৬০৩ রান করেন তিনি, হাঁকিয়েছেন ১টি শতক ও ৫টি অর্ধশতক।
Advertisment
বাংলাদেশ জাতীয় দলের হয়ে দুটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে রাব্বির। টেস্টে খেলার সুযোগ পেলেন এবারই প্রথম। যদিও ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে সমৃদ্ধ পরিসংখ্যান আছে তার।
এর আগে সাকিবকে নিয়ে নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করলেও ব্যক্তিগত কারণে বোর্ডের কাছে ছুটি চান এই তারকা অলরাউন্ডার। বোর্ড ছুটি মঞ্জুর করলে সাকিবের বদলি হিসেবে নির্বাচকরা বেছে নেন বরিশাল বিভাগের হয়ে জাতীয় লিগে দারুণ মৌসুম কাটানো ফজলে রাব্বিকে।
পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্ট শেষ করে জৈব সুরক্ষা বলয়ের বাইরে বের হবেন না ক্রিকেটাররা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলতে তৎক্ষণাৎ দেশ ছাড়বেন। তার আগে ফজলে রাব্বি যোগ দেবেন দলের সাথে।
একনজরে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম শেখ ও ফজলে মাহমুদ রাব্বি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।