নিজস্ব প্রতিবেদক
না ফেরার দেশে চলে গেলেন মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তোতা মিয়া মুন্সী। গেল শুক্রবার দুপুর আড়াইটার দিকে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তার মৃত্যুতে বজ্রযোগিনীসহ সদর উপজেলায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ পুত্র ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বজ্রযোগিনী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী আলহাজ্ব মোঃ আব্দুল হাই,
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোঃ আল জুনায়েদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিস উজ্জামান আনিস, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোঃ ফয়সাল বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফছার উদ্দিন ভুইয়া,
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব খান, জেলা যুবদলের আহবায়ক মজিবুর রহমান দেওয়ান, রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বাচ্চু শেখ, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারী, মহাকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শহিদুল ইসলাম ঢালী,
মিরকাদিম পৌর বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিনসহ সর্বস্তরের জনগণ। জানাজা শেষে তার প্রতিষ্ঠিত নাহাপাড়া কবর স্থানে তাকে সমাহিত করা হয়। তিনি বজ্রযোগিনী ইউনিয়নের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।