না খেলেও যেভাবে বিশ্বকাপের টিকেট পেতে পারে আর্জেন্টিনা

না খেলেও যেভাবে বিশ্বকাপের টিকেট পেতে পারে আর্জেন্টিনা

আগামী মঙ্গলবার ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের এ ম্যাচের আগে শিলংয়ে বাংলাদেশ ফুটবল দল পর্যাপ্ত অনুশীলন সুবিধা পাচ্ছে না বলে দাবি করেছেন দলের সহকারী কোচ হাসান আল মামুন । একই অভিযোগ খেলোয়াড়দেরও।

গত বৃহস্পতিবার ভারতের শিলংয়ে পৌঁছেছে লাল-সবুজ জার্সিধারীরা। পরের দিন শুক্রবার সেখানে নেহু বিশ্ববিদ্যালয়ের ঘাসহীন মাঠে দলকে অনুশীলন করতে হয়েছিল যেটাতে খেলোয়াড় ও কোচ উভয়েই হতাশা প্রকাশ করেছেন। শনিবারে ভালো মাঠের আশা করলেও আবারো সেই অপ্রস্তুত মাঠে অনুশীলন করতে বলা হয়েছে হামজা-জামালদের।

ফিফার নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে ম্যাচের আগের দিন অন্তত একদিন ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ দিতে হবে। মঙ্গলবার যেহেতু ম্যাচটি জওহরলাল নেহরু স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে ঘাসের মাঠ রয়েছে। বাংলাদেশ দলকে ভারত ম্যাচ ভেন্যুতে প্রশিক্ষণ নিতে না দিলেও অনুশীলন ভেন্যুগুলি ভালো হতে পারত- বলে মনে করছেন দলের কোচ হাসান আল মামুন।

গণমাধ্যমকে তিনি জানান,‘অ্যাস্ট্রোটার্ফের(অপ্রস্তুত মাঠ) অনুশীলনে আঘাতের ঝুঁকি রয়েছে। কিন্তু আমরা আমাদের দলকে জানিয়েছিলাম যে, আমরা এই সমস্যাগুলোর মুখোমুখি হতে পারি। তাই আমরা মানসিকভাবে এর জন্য প্রস্তুত ছিলাম। তবে অবশ্যই প্রশিক্ষণে কিছু ত্রুটি থাকবে, এবং আমরা জানি এটা তাদের কৌশল।’

এদিকে খেলোয়াড়দের যথাসময়ে অনুশীলনে ব্যাপারে ভারত কর্তৃপক্ষ সহযোগিতা করছে না বলে দাবি করেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন। তিনি জানান,‘এটি কিছুটা বিরক্তিকর! আমাদের ৫ টা ৩০ মিনিটে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল, কিন্তু দলীয় সভার পর কোচ বললেন যে আমাদের প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে।’

তিনি আরো বলেন, গতবার যখন আমরা কলকাতায় খেলার জন্য এসেছিলাম তখন অনুশীলনের জন্য ভালো সুবিধা পেয়েছিলাম। তবে এখন সেটা পাচ্ছি না। ভালো মাঠ পেলে নিশ্চয়ই আমরা অনুশীলনে ভালো করতাম। তবে আমরা মানসিকভাবে প্রস্তুত আছি এবং জয় নিয়ে ফেরার উপর মনোযোগ দিচ্ছি।’

 

Explore More Districts