- নারায়ণগঞ্জ, লিড নিউজ, শহর
- ফায়ার সার্ভিসের চালক সহ নিহত ৩, আহত ৭
নাসিক ২৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষীকী পালিত
- আপডেট টাইম : আগস্ট, ৩০, ২০২৩, ১:২২ পূর্বাহ্ণ
- 35 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লিগের উদ্যোগে মিলাদ—দোয়া ও খাবার বিতরন করা হয়েছে। বিকালে লক্ষনখোলা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনের নেতাকমীর্রা।
নাসিক ২৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম শাওনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হালিম সাউদেও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুর স্মৃতিচারন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, বিশেষ বক্তা ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো: জুয়েল হোসেন সহ আওয়ামী লীগ,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর মৃধা,নাসিক ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর সানিয়া সাউদ,সহ সভাপতি টিটু সাউদ, সাবেক কাউন্সিলর ইফফাত আরা মায়া সহ যুবলীগ,ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতাকমীর্রা উপস্থিত ছিলেন। মিলাদ দোয়া শেষে উপস্থিত সবার মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।
সার্বিক সত্বাবধানে ছিলেন, মীর মিলন, সোহান, রিফাত, রানা, মিরাজ আহম্মেদ, মইনুল, সিয়াম,রনি ও সজিব সহ আরও অনেকে।