নাশকতা এড়াতে মিছিলে মশাল ব্যবহারে নিষেধাজ্ঞা

নাশকতা এড়াতে মিছিলে মশাল ব্যবহারে নিষেধাজ্ঞা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোন ধরণের নাশকতা এড়াতে সভা-সমাবেশ ও মিছিলসহ সব কর্মসূচিতে মশাল ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ সদরদপ্তর।

গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) রাতে এক বার্তায় পুলিশ সদরদপ্তরের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, জননিরাপত্তার স্বার্থে বিজয় র‌্যালি, শোভাযাত্রা বা রাজনৈতিক কর্মসূচিতে কোনো প্রকার মশাল ব্যবহার না করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য, সোমবার থেকে শুরু হয়েছে নির্বাচনের প্রচার-প্রচারণা। বিকেল থেকেই রাজধানী ঢাকাসহ সারাদেশের প্রার্থীরা প্রচার প্রচারণার কাজ শুরু করেছেন। বিভিন্ন স্থানে প্রার্থীদের সমর্থনে মিছিলও হয়েছে।

 

Explore More Districts