নালিতাবাড়ী ইউপিতে নৌকা পেতে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন আবু ইলিয়াস সাদ্দাম

নালিতাবাড়ী ইউপিতে নৌকা পেতে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন আবু ইলিয়াস সাদ্দাম

– Advertisement –

“সমৃদ্ধির অগ্রযাত্রায় আমি শাসক নই, সেবক হতে চাই, স্বার্থ আমার একটাই, মানুষের জন্য বাঁচতে চাই।” এই শপথ ও স্লোগান কে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৭নং নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদে নৌকার মাঝি হতে মরিয়া হয়ে জনগনের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন তারুন্যদীপ্ত প্রার্থী আবু ইলিয়াস সাদ্দামতিনি সরাসরি বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয় হতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনয়ন প্রার্থীর আবেদনপত্র ক্রয় করে জমা দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুতিয়ারপাড় গ্রামের মোঃ আব্দুল্লাহর ২য় সন্তান আবু ইলিয়াস সাদ্দাম। তিনি নালিতাবাড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক ছিলেন। তিনি নালিতাবাড়ী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সদস্য। বর্তমানে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ পৌরশাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি আবু ইলিয়াস সাদ্দাম উপজেলার নালিতাবাড়ী, কাকরকান্দি ও রামচন্দ্রকুড়াসহ তিন ইউনিয়ন নিয়ে সুতিয়ার খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে নির্বাচিত হন। এছাড়াও সামাজিক কর্মকান্ডে রয়েছে তাঁর অংশগ্রহন। উপজেলার ৭ নং নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করার ঘোষনা দিয়েছেন তিনি।

ইউপি নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েকটি আলোচনা সভা করে শ্রমজীবি, গরীব, অসহায় মানুষের কাছ থেকে দোয়া ও সমর্থন আদায় করেছেন আবু ইলিয়াস সাদ্দাম। ।

নালিতাবাড়ী ইউনিয়নের কয়েকজন ভোটার বলেন, ‘তরুন এই প্রার্থী করোনা কালিন সময়ে আবু ইলিয়াস সাদ্দাম নিজ অর্থায়নে অসহায় রোগীর চিকিৎসা বাবদ নগদ অর্থ প্রদান, এলাকার দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য দ্রব্য, মাস্ক, হাতধোয়ার সাবান, স্যানিটাইজারসহ নগদ অর্থ বিতরন করেছেন। এছাড়াও তিনি নিজ অর্থায়নে ইউনিয়নের অনেক কর্দমাক্ত কাঁচা রাস্তায় বালুমাটি ফেলে রাস্তা সংস্কার করেন। অন্যদিকে আগামীর ভবিষ্যত শিশুদের কথা চিন্তা করে শিশুদের পড়াশুনার জন্য সুতিয়ার পাড় গ্রামে সুতিয়ার পাড় বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ও চান্দের নন্নী গ্রামে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা প্রতিষ্ঠা করেন। ‘

আওয়ামী সেচ্ছাসেবকলীগ নেতা আবু ইলিয়াস সাদ্দাম বলেন, ‘ জনগনের সাথেই আমার কাজ। আমাকে তিনটি ইউনিয়নের সুতিয়ারখাল পানি ব্যবস্থাপনার জনসাধারন আবাল, বৃদ্ধাবনিতা মা বোন সবাই মিলে ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করেছেন। বিপুল সংখ্যক জনগনের সাথে আমার সংযোগ রয়েছে। যেহেতু আমি নালিতাবাড়ী ইউনিয়নের সন্তান। সেহেতু এই ইউনিয়নের মানুষ তো আছেই বেশির ভাগ আওয়ামী পরিবারের লোকজন আমাকে চান, আমি নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নিবার্চন করি। তাই আমি সবার নিকট দোয়া ও একান্ত সহযোগিতা কামনা করছি। ‘

– Advertisement –

Explore More Districts