নার্সিং শিক্ষার্থীদের স্নাতক সমমানের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

নার্সিং শিক্ষার্থীদের স্নাতক সমমানের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

২১ April ২০২৫ Monday ৪:৩৫:৫১ PM

Print this E-mail this


পটুয়াখালী প্রতিনিধি:

নার্সিং শিক্ষার্থীদের স্নাতক সমমানের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পটুয়াখালী জেলার নার্সিং শিক্ষার্থীরা।

সোমবার সকাল সারে ১০টায় পটুয়াখালী নার্সিং ইন্সটিটিউটের সামনে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) পটুয়াখালী জেলা শাখা।

এ সময় বক্তব্য রাখেন, গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাজিম, শফিকুল ইসলাম, মাসুম, ইমরান হোসেন, শাইফুল এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারীর ছাত্রী সাদিয়া বেগম, লাইজু আক্তার, মেহেরীন মীম, মরিয়ম জাহান ও আফরিন জাহান তিথী প্রমুখ।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন,’তিন বছর পড়াশোনা ও এক বছরের ইন্টার্নশিপ করেও আমাদের ডিগ্রিকে স্নাতক সমমান দেওয়া হচ্ছে না। এটা অন্যায় ও বৈষম্যমূলক। আমরা দ্রুত এই অবমূল্যায়নের অবসান চাই।’

এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান শিক্ষার্থীরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts