নারী শ্রমিককে গণধর্ষণ ও হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

নারী শ্রমিককে গণধর্ষণ ও হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

নারী শ্রমিককে গণধর্ষণ ও হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের মধুখালীতে নারী পাটকল শ্রমিক কাজল রেখা কাজলীকে গণধর্ষণ ও হত্যা মামলায় ৫ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদন্ডও প্রদান করা হয়। সোমবার (২৪ জুলাই) বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো: হাফিজুর রহমান এ রায় ঘোষনা করেন। এসময় সকল আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন চুন্নু শিকদার, মোঃ নাজমুল হোসেন তেবেজ, ইসলাম মীর, আতিয়ার মোল্যা ও মোঃ নাসির খান নয়ন।

এদের সকলেরই বাড়ী জেলার মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামে। জানা যায়, ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী এলাকার একটি জুটমিলে নারী শ্রমিক হিসেবে কাজ করতো কাজল রেখা। ২০১৯ সালের ১৫ অক্টোবর রাতে ওই নারী শ্রমিক জুট মিল থেকে ফেরার পথে তাকে জোড়পূর্বক তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে আসামীরা। ওই নারী সবাইকে বলে দিতে পারে এমন শংকা থেকেই তাকে গলায় গামছা পেচিয়ে শ^াসরোধ করে হত্যা করে একটি মাঠের মধ্যে ফেলে রেখে যায়।

কাজল রেখার বাড়ী মাগুরা জেলার শ্রীপুর উপজেলায়। চাকুরীর সুবাদে কামারখালী এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতেন। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই নারীর মরদেহ উদ্ধার করে। এঘটনায় ওই নারী শ্রমিকের মা বাদী হয়ে মধুখালী থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। পরে মোবাইলের কললিস্টের সূত্র ধরে আসামীদের শনাক্ত করে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ শুনানী শেষে আজ সোমবার এই মামলার রায় প্রদান করেন আদালতের বিচারক।

Explore More Districts