আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
বাথরুমে ঢুকে গোসল করছিলেন এক নারী। সেই গোসলের দৃশ্যটি গোপন ক্যামেরায় ধারণ করেন রাকিব হাসান মিস্টার ও শামিম রেজা বাবু নামে দুই বখাটে যুবক। পরে ওই নারীর থেকে ৫০ হাজার টাকা দাবী করেন তারা। টাকা না দিলে গোপনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হবে বলে ভয় দেখানো হয়।
এমন অভিযোগে ভুক্তভোগী নারীর স্বামী আবুল হাসান বাদী হয়ে কাজিপুর সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে থানায় অভিযোগপত্র জমা দিলে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে বুধবার ৭ নভেম্বর রাতে অভিযুক্ত দুই বখাটে”কে গ্রেপ্তার করেন।
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী গ্রামে।বৃহস্পতিবার রাতে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের মাইজবাড়ি গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটক বখাটেরা হলেন, মাইজবাড়ি গ্রামের বেলাল হোসেনের পুত্র রাকিবুল হাসান মিস্টার, একই গ্রামের খোকন মন্ডলের পুত্র শামিম রেজা বাবু।
এ বিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান, গোপনে গোসলের ভিডিও ধারণ করে ভুক্তভোগীর পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করে এমন অভিযোগে কাজিপুর সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার। পরে যৌথ অভিযানে অভিযুক্তদের আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।