নারীকে পাচার করে নির্যাতন, প্রবাসী কারাগারে

নারীকে পাচার করে নির্যাতন, প্রবাসী কারাগারে

২৯ April ২০২৫ Tuesday ১০:২৬:৫৩ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

নারীকে পাচার করে নির্যাতন, প্রবাসী কারাগারে

এক নারীকে ওমানে পাচার করে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের দায়ে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত প্রবাসীকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ওমান প্রবাসী দণ্ডিত আসামি বরিশাল মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।  

দণ্ডিত ওই আসামি কবির মৃধা (৪৫) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। 

এর আগে বরিশাল মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ আসামির অনুপস্থিতিতে ২৫ ফেব্রুয়ারি মামলার রায় দেন। রায়ে ওমান প্রবাসী কবির মৃধাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন। জরিমানার অর্থ পাচারের শিকার নারীকে দেওয়ার আদেশ দিয়েছেন।  

মামলার বরাতে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, স্বামী সাথে ডিভোর্স হওয়া এক সন্তানের জননী নারীকে ওমানে মাসিক ২৫ হাজার টাকা বেতনে চাকরি দেওয়া প্রলোভন দেওয়া হয়। প্রলোভনে সাড়া দিয়ে ওই নারী ওমান প্রবাসী কবির মৃধা পরিবারের কাছে এক লাখ টাকা দেয়। ২০১৯ সালের ১৪ ডিসেম্বর নারীকে ওমান পাঠানো হয়। ওমান পৌঁছানো নারীকে কবির মৃধা কোনো কাজ না দিয়ে একটি কক্ষে আটকে রাখে। পরে তাকে অনৈতিক সম্পর্কে জড়ানোর প্রস্তাব দেয়। এতে রাজি না হলে নারীকে কক্ষে আটকে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন করে। এ ঘটনায় নারীর ভাই ২০২০ সালের ৩ ডিসেম্বর বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা করে। ওই মামলায় কবির মৃধাকে তার অনুপস্থিতিতে সাজা দেওয়া হয়েছিল।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts