নারায়ণগঞ্জের নৈশ প্রহরী হত্যা মামলার মূল আসামি পটুয়াখালী থেকে গ্রেফতার

নারায়ণগঞ্জের নৈশ প্রহরী হত্যা মামলার মূল আসামি পটুয়াখালী থেকে গ্রেফতার

২৩ October ২০২৫ Thursday ৯:২৮:৫০ PM

Print this E-mail this


পটুয়াখালী প্রতিনিধি:

নারায়ণগঞ্জের নৈশ প্রহরী হত্যা মামলার মূল আসামি পটুয়াখালী থেকে গ্রেফতার

নারায়ণগঞ্জে নৈশ প্রহরী আবু হানিফকে ইট দিয়ে মাথা থেঁতলিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম অভিযুক্তকে হত্যার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে পটুয়াখালীর কলাপাড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

র‌্যাব-৮, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদুল আহসানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে কলাপাড়া থানার বলিপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জের মহসিন ক্লাব গলির বাসিন্দা অপু (২৫), পিতা হিরা-কে গ্রেফতার করা হয়।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জ সদর থানার খানপুর এলাকায় ভয়াবহ এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

ভিকটিম আবু হানিফ (৩০), পিতা আবুল কালাম, মাতা পারুল বেগম, স্থায়ী ঠিকানা বাগেরহাট জেলার শরণখোলা থানার খোন্তাকাটা গ্রামের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের খানপুর এলাকার জিতু ভিলার নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার দিন শিশু সানজিদা (১০) নামে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর এজাহারভুক্ত অভিযুক্ত অপু, অভি, রাহাতসহ আরও কয়েকজন মিলে দুপুর ১২টার দিকে হানিফকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। প্রথমে তাকে সুন্দরবন মাঠে এবং পরে জোড়া ট্যাংকির মাঠে নিয়ে মারধর করা হয়।
একপর্যায়ে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে খানপুর মেট্রো হলের পশ্চিম পাশে একটি ফাঁকা জায়গায় নিয়ে হানিফের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ইট ও লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সন্ধ্যা ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর নিহতের ভাই মো. হযরত আলী বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পলাতক ছিল মূল অভিযুক্ত অপু।
র‌্যাব-৮ এর তৎপরতায় ৪৮ ঘণ্টার মধ্যেই কলাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব কর্মকর্তা স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান বলেন,
“অভিযুক্ত অপুকে নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালীতে পালিয়ে আসার পরও গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত করা হয়। পরে কলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চলছে।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts