ভারতের সব দলেই সরফরাজ হঠাৎ এভাবে উপেক্ষিত হয়ে পড়ায় দেশটির ক্রিকেট মহলে নানা রকম আলোচনা–সমালোচনা শুরু হয়েছে, যেটির অংশ হয়েছেন রাজনীতিবিদেরাও।
কংগ্রেস নেত্রী শামা মোহাম্মদ যেমন সরফরাজের বাদ পড়ার পেছনে ‘ধর্মীয় কারণ’ খুঁজে পাচ্ছেন। তিনি সরাসরি তোপ দেগেছেন দলের বর্তমান প্রধান কোচ ও বিজেপির সাবেক সংসদ সদস্য গৌতম গম্ভীরের দিকে।
আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শামা মোহাম্মদ লিখেছেন, ‘সরফরাজ খানকে কি ওর নামের পদবির (খান) কারণে দলে নেওয়া হলো না? কৌতূহলবশত জানতে চাইলাম আরকি! আমরা এ ব্যাপারে গৌতম গম্ভীরের অবস্থান জানি।’