নাফ নদীর মোহনা থেকে দুই ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি – Chittagong News

নাফ নদীর মোহনা থেকে দুই ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি – Chittagong News

নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে মাছ ধরে বঙ্গোপসাগর থেকে ফেরার পথে আরও দুটি ট্রলারসহ ১৪ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি।

রোববার (২৪ আগস্ট) দুপুরে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ।

তিনি বলেন, “বৈরী আবহাওয়ার কারণে মাছ শিকারে যাওয়া ট্রলারগুলো ঘাটে ফিরছিল। এ সময় আমাদের ঘাটের দুটি ট্রলারসহ ১৪ মাঝি-মাল্লাকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।”

উল্লেখ্য, অপহৃত ট্রলার দুটির একটি টেকনাফের ডেইল পাড়ার ফরিদ আলমের এবং অন্যটি নাইট্যংপাড়ার ছৈয়দ আলমের মালিকানাধীন।

এর আগের দিন, শনিবার (২৩ আগস্ট) দুপুরে একই এলাকায় ফেরার পথে আরও একটি নৌকাসহ ১২ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

এছাড়া, ১২ আগস্ট ট্রলারসহ ৫ জেলে এবং ৫ আগস্ট বিহিঙ্গি জাল ও নৌকাসহ আরও ২ জেলেকে অপহরণ করা হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “আরও দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসন আগে থেকে এই ধরনের ঘটনার ব্যাপারে কাজ করে আসছে।”

আরাকান আর্মির অপহরণে আতঙ্কে জেলেরা

গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি মোট ২৩৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে।

তবে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর প্রচেষ্টায় বিভিন্ন সময়ে ১৮৯ জন জেলে ও ২৭টি ট্রলার-নৌকা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

এই ক্রমাগত অপহরণে উপকূলীয় এলাকার জেলে ও ট্রলার মালিকদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts