উমামা ফাতেমা আরও বলেন, ‘ডাকসু নির্বাচনের আর মাত্র আট দিন বাকি। এমন সময়ে এসে একটি রিটের জের ধরে হাইকোর্ট একটি আদেশে ডাকসু নির্বাচন স্থগিত ঘোষণা করে। এর প্রতিবাদে মিছিল করেছি এবং প্রতিক্রিয়া জানিয়েছি।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিতভাবে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর আক্রমণ হয়েছে জানিয়ে উমামা ফাতেমা বলেন, ‘গতকাল রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর একই উপায়ে হামলা হয়েছে।’
ডাকসু নির্বাচনে এই ভিপি প্রার্থী বলেন, ‘আমরা মনে করি, কয়েক মাস ধরে যখন ডাকসু, চাকসু, রাকসুসহ নানা ছাত্র সংসদ নির্বাচনের রব উঠছিল এবং বিশ্ববিদ্যালয়গুলো গণতান্ত্রিক রূপান্তরের পথে ধাবিত হচ্ছিল, তখন আমাদের ক্যাম্পাসগুলো অস্থিতিশীল হয়ে উঠছে। গতকাল (রোববার) দুই বিশ্ববিদ্যালয়ে হামলার জের ধরে আজ যখন ডাকসু নির্বাচন স্থগিতের ঘোষণা করা হয়েছিল, আমি মনে করি, এটা একই ধরনের ষড়যন্ত্রের ধারাবাহিকতা।’