নানা আয়োজনে বাবুগঞ্জে মহান বিজয় দিবস পালিত

নানা আয়োজনে বাবুগঞ্জে মহান বিজয় দিবস পালিত

১৬ December ২০২৫ Tuesday ৭:৫২:৪৯ PM

Print this E-mail this


নানা আয়োজনে বাবুগঞ্জে মহান বিজয় দিবস পালিত

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলা পরিষদের স্টেডিয়াম মাঠে চত্বরে ৩১বার তোপ ধ্বনির মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, বাবুগঞ্জ ও এয়ারপোর্ট থানা পুলিশ, সরকারী দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী, বে-সরকারী সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

মহান বিজয় দিবসের দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদের মাঠে কুচকাওয়াজ ও উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ৭১এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এহতেশাম,এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান, উপজেলার মুক্তিযোদ্ধাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts