নানা আয়োজনে ফরিদপুরে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নানা আয়োজনে ফরিদপুরে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নানা আয়োজনে ফরিদপুরে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যাালী বের হয়। র‌্যালীটি শহরের মুজিব সড়ক হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলীপুর শেখ রাসেল ক্রীড়া কমপ্লক্সে গিয়ে শেষ হয়।

দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামীলীগ, জেলা আওয়ামী মৎস্যজীবি লীগ, মহিলালীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিল। পরে জেলা আওয়ামীলীগের সভাপতি মো, শামিম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ ৭৪ পাউন্ড ওজনের কেক কেটে কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। কর্মসূচীতে জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাছির, সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা, জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

Explore More Districts